মালদা

কেন্দ্র সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে গোটা দেশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ সমস্ত পেট্রোল পাম্প

এবার থেকে সারা দেশে প্রতিদিন সকালে প্রত্যেকটি পেট্রোল পাম্পে প্রতিদিনের তেলের  পরিবর্তিত তালিকা পাম্পের সামনে লাগাতে হবে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের  প্রতিবাদে আজ বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলি বন্ধ রাখেন মাম্পের মালিকরা। বুধবার মালদা শহরের সমস্ত পাম্পগুলি বন্ধ রাখা হয়। আজ সকাল ৬ টা থেকে শুরু হওয়া বন্ধ চলবে ২৪ ঘণ্টা ধরে বলে জানা যায়।

            পাশাপাশি উত্তরবঙ্গ পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টার বন্ধে ব্যাপক সাড়া মিলল জেলা জুরে। উত্তরবঙ্গের পাশাপাশি ইসলামপুরের সবকটি পেট্রোল পাম্প এদিন বন্ধ রয়েছে। উত্তর দিনাজপুর জেলার মোট ২০০ টি পেট্রোল পাম্প এই বন্ধে অংশ নিয়েছে। এদিনের পেট্রোল পাম্প বন্ধের জেরে সমস্যায় পড়েছে নিত্য দিনের গ্রাহকরা। প্রতিদিনের পরিবর্তিত তেলের দাম পেট্রোল পাম্পে লাগানোর সমস্যা হবে বলে অভিযোগ পাম্প মালিকদের।এছাড়াও এই সিদ্ধান্তে তাদের ব্যবসাও ক্ষতি হচ্ছে।অনেক সময় পাম্পের মালিকরা উপস্থিত থাকেন না পাম্পে ফলে সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে তাদের কাছে। পাশাপাশি আগামী দিনে এবিষয়ে আন্দোলনের রুপরেখা জাতীয় নেতৃত্ব ঠিক করবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের ইসলামপুরের চেয়ারম্যান আনন্দ আগরওয়াল।